তোমার মুখ যেন লজ্জাভরা লাল রক্ত জবা,
যার ভিতরে আটকে আছে আমার প্রাণ ভ্রমরা।
যখন আমার অগোচরে তোমার এ রূপ হয় বিলীন,
            তখন তুমি কিছুটা মলিন ,  
                           আমি তাকালেই তুমি রঙিন।    
হাসি যেন তোমার হয় সেখানেই অন্তিম,
          যেখানে যেতে পারে না দু-চোখের দূরবীন।
তোমার শ্বাস পড়ে যেন ঝরে আমার হৃদয়ের প্রান্তে,
     তোমার কথা যেন বাজে চিরকাল আমার মাঝে।  
তোমার ভালোবাসা  যেন হয় আমার দেহের নিরাময়,
          তোমাতেই অবলীলায়  যেন আমার ক্ষয়।