মা বলতো, তোকে নিয়ে কত শত স্বপ্ন জমা হৃদয়ে,
ইচ্ছাগুলো বাড়ছে ধীরে ধীরে।
তোর চোখে দেখতে চাই একটা স্বপ্নের পৃথিবী,
যার বিকাশ হবে অামার অাদর্শে!
বলতাম অামি, মা অাদর্শ কি?
বুঝবিরে বাপ, পৃথিবীতে চাপা থাকেনা কিছুই!
তখন মায়ের কথার মানে বুঝিনি!
তবু অামার বিকাশ ঘটেছিলো অাদর্শে,
কারন মাকে ভালোবাসেছি প্রতিটা কর্মে।
অাজো যখন সবাই বলে, অাবির এটা তোর ক্রেডিট!
তুই না থাকলেই হতো না রে!
তখন মাকে জড়িয়ে ধরে বলতে ইচ্ছে করে,"মা তুমি না থাকলে হতো না!
তুমি ছিলে অামার দিগন্ত!
তোমার রচনার ভাষা ছিলাম অামি!
কিছু কাল পরে,
হঠাৎ চিরচেনা "বাবা" ডাক!
মনে হলো অামার মা অামাকে ডাকছে- চেয়ে দেখি অামার ছোট্ট সোনামণি -ফেলফেলিয়ে হাসছে।
এ যেন মায়ের প্রত্যাবর্তন!
তাই অাজ পৃথিবীর মাঝে দাঁড়িয়ে-চিৎকার করে বলতে ইচ্ছে করে মাকে,
"মা,তোমার বিশাল অাকাশে নতুন একটা তারা এসেছে-
তুমি কি এ সন্ধ্যায় অাসবে?
এর নাম যে দেয়া হয়নি!
তোমার অাসার অপেক্ষা অাজো করি!
তোমার খোকা হারানোর মানে জানেনা!
তুমি চলে এসো শেষ একটিবার, অামায় জড়িয়ে ধরে বলো,বাবারে চিরতরে কিছুই রবে না রে!
মন বলে কল্পনার মত যদি হতো নিয়তি,
অবলীলালায় মায়ের কোলে যখন খুশি।
হয়তো বলতো সবে এ নিশ্চয় যাদুকরী!