আমি বলি সে তো সাফ দিলের অধিকারী,
কেউবা বলে স্নেহের রাণী!
যেন একটা নিরব কোমলতার স্বর্গ।
হয়তো তার নীড়ে এহো জগতের সব ভালোবাসা লুটোপুটি খেয়ে মরে।
হয়তোবা তার আকাশের বিশালতা ভরা
হৃদয় সীমান্তে লক্ষতারা প্রতিনিয়ত নিজ দূরত্ব পেয়েছে,
যেন একটা দিঘির মাঝে অসংখ্য শাপলার লুকোচুরি।
এ যেন খুজে পাওয়া চিরমমতার ঘাট,
যার আচলে ভালোবাসার দোলনা দোলে
লক্ষ পূর্ণিমা সাদা অপ্সরী মতো নামে।
হয়তো আলাদা গ্রহ থেকে এসেছে এ নারী।
হে ক্লান্ত মানব,
তুমি চাইলেই ডুবিয়া কাঁদিবে, ভাসিবে হাসিয়া।
সবার জন্য উন্মুক্ত হয়েছে তার জমিন,
চাইলেই মাছরাঙার মত নীল চোখ হবে তোমার,
হয়তো উড়িবে মুক্তির বাতাসে।