মানুষ কিছু পাওয়ার অাশায়,
কিছু না পাওয়ার নেশায়!
ছুটে চলছে অবিরত;
অাপন চাহিদা মেটাতে,
মানুষে মানুষে চলে হানাহানি,
ছিনতাই, কত রাজনীতি!
তারপর অবহেলা,অশান্তি
একটি জীবনকে বাঁচাতে!
লক্ষ জীবন দিয়েছি ছাড়ি;
মানুষ হল পিরামিডের মত নির্বাক সমাধী,
যাকে বাহির হতে বেশি সুন্দর লাগে!
ভিতরটা দেখলে বিরহে কাঁপবে!
ক্লান্ত পথের ধারে এক ভিখারী দাঁড়িয়ে,
তার কিছু চাই!
কে দেবে তাকে?
যেন সম্পদশালী হীন হৃদয়ের অধিকারী,
তবে কি হবে বেঁচে?
দরিদ্র হয়ে ভবে!
মানুষের জন্য মানুষই লেখে কবিতা,
তবু পড়ে না তা কেহ!