সেই ম্যারগাডিন ফুল!!!!
কিছু কাল অাগে সুদূর প্রবাসে;
ফাঁকা ক্যানভাস দিয়ে দেখেছিলাম
ফেলফেলিয়ে হাসছে দুলছে অবিরত,
অাধখানি চাঁদের এক পসলা জোৎস্না
হারিয়ে ফেলেছে সে মাটে কলঙ্কপড়া চিহ্ন;
অপূর্ব সে মুহূর্ত!!!
ফুল এতো সুন্দর হতে পারে!!
জানা ছিলোনা!জেনে নিলাম,
একাকী নিভু নিভু রাতে,
ছুঁয়ে দিয়েছি তাঁকে অামার হাতের স্পর্শ;
সে কি লজ্জা পেল!
জানা হলো না অাজো!
তবে তাঁকে যে অাবার বহুক্রোশ দূরে
এই বাংলার তীরে খুঁজে পাবো!
তা ও ভাবিনি কখনো!