মায়ের  মতো  হয়  না  করো, এমন   মায়ার   আঁচল!!!!
       যার  পরশে  দুঃখ  হারায়  দূর  আকাশে,    
  মেঘের  মতো   আদর  এসে,  লুটায়  অঙ্গ  জুড়ে।


তারার মতো প্রাণের মাঝে জ্বলে নেভে,
ঘুম আসিলে ঘুমের ঘরে দোলায় স্বপ্ন জালে,
         আমার ভুবন ভরায় তাহার চরণ ধুলির স্রোতে।    


   মায়ের মতো এমন কেহ খুঁজে না পাই,  
মা যে আমার আসমানেরই শশী,যেন জান্নাতের ঐ নূরের ছায়া,
আহা ভুলি কি করে তাহা,এতো মহান খোদার দয়া।
                        
  তাই তো ভাবি বসে,    মা  ডাকে  তে  কি  লুকিয়ে?


কোন  সে  বলে, হৃদয়  কোলে  জাগে  মধুর  সুধা?


জানিনা  সে  কোন যাদুতে,


                       মনের সব যাতনা  দেয়  ভুলিয়ে!


শুধু  জানি  আপন  আমি, লুকাই  তাহার  ভুবন  মাঝে।