অতি দূর দিবালকে যখন আলো হারা গ্রহ, তারা,
পৃথিবী ঘিরিয়া লয় নীল অন্ধকারের ছায়া।
চারিদিকে জীবনের কান্না ভরা!
ঠিক তখনই দেখি চেয়ে,
                    মায়ের স্নেহে নিমগ্ন মেঘের ডানা।
ঘুমন্ত স্বপ্নে মোহিত তার আঁখি।
আমি সেই মেঘের কথা বলছি,যার মুখে বৃষ্টির মত কথা ছুটে।
সে থাকে প্রজাপতি ভরা দ্বীপে!
অতি দূরে চোখ তুলে দেখি,সেখানে ভালোবাসা উড়ে।
হৃদয়ের কথা গুলো মুক্ত ঘুড়ির মত,উড়িয়ে দেয় সে সন্ধ্যার বাতাসে;
আমি সেই বাতাসে মেঘের কবিতা লিখি,যখন মেঘ থাকে আঁড়ালে।