মেমসাহেব, ভালো আছো?
সেদিন তোমাকে হারিয়ে ফেলেছিলাম!
তারপর অনেক খুঁজেছি!
তুমি অন্ধকার হলে কেন?
বসন্ত চলে গেছে,
আর ডাকা হয়নি তোমাকে!
বলা হয়নি আদর করে,
"মেমসাহেব, এক সাগর ভালোবাসি তোমাকে"।
তোমার মনে আছে,
তুমি আমাকে" সাহেব "বলে ডাকতে।
সেই সাহেব আজ শুকিয়ে গেছে,
আমার দগ্ধ হৃদয়ে,
আজ উতপ্ত বালুর হাহাকার।
জানি,এর নিরাময় নেই!
তবু মেমসাহেব, আমি ক্লান্ত নয়।
তোমার দৃষ্টির সীমানা,
আমি কতবার কিনতে চেয়েছি!
তুমি বেঁচবেনা বলে এড়িয়ে গেছো।
আমি আবদার করেছি,
তুমি হেসেছো,আর হেসেছো।
বাতাসে ভেসেছে তোমার শব্দ
আমি আনন্দ পেয়েছি আবারও,
অবাক,হতবাক,হয়েছি মুগ্ধ।
মেমসাহেব, আজ আমি নিদ্রাকে ভালোবাসি,
কারন সে তোমাকে ভালোবাসে।
শান্তি বড় নিষ্ঠুর,
সে তোমাকে ছাড়তে চায়না,
আর আমি তোমার কাছে যেতে পারিনা।
তুমি আছো আমার দুঃখের দুই-দুয়ারে,
মেমসাহেব,আজো মনে পড়ে তোমাকে!