তখন ছিলো অন্ধকার কুয়াশার ডুবাডুবি,
চারপাশ জুড়ে হয়তো কেউ নেই শুধু আমি;
যেন নিরবে পড়ে আছে কত নিরবতার হাতছানি,
গহীনে দেখা নেই আলোর সমাহার তাদের ফুলকি;
গভীর এই চিরচেনা বাটে-হঠাৎ নিদারুণ আকুতি,
"তুমি চলে এসো";এই পৃথিবীর কোলাহল ছেড়ে,
শত মানুষের ভীড়ে ঠেলে আরো উপরে-
অবাস্তব কিছু চোখে চেয়ে দেখো ঊর্ধ্বগগনে,
মেঘালয়ে তোমার আলেয়া করিছে খেলা-
দশ দিকে লেগে আছে মিলনের মেলা,
মৃদু কম্পনে মৃত্তিকার দোল হয়তো হেলা;
যেখানে জীবন মুক্তির কথা কয়-
হয়তো নিয়তির কোলে ঘুমিয়ে চলে যেতে চাই সেখানে,
-মহাকাল তুমি পার করো আমারে।