মনেকরো তোমার পথ চেয়ে
                  বসে আছি অনেক অভিমানে,
রজনীগন্ধা হাতের মাঝে চেঁপে
                  ভাবছি তুমি চুপটি করে এসে,
          বলবে আমায়,   ভালোবাসি!
তখন যেন বলবো আমি
                       কেমন করে বললে তুমি,
       এ মন  করে যায় কি শুনা!
                     তুমি বলবে তবে?
     বলবো আমি ,   জোরে  বলতে  হবে  !
তুমি যেন কথার শেষে বলবে হেসে,
                  বাবুমশাইয়ের সখ কতো রে!
  আমি সেই দৃশ্যায়নে,
                 হঠাৎ রেগে মেঘে বলবো উঠে,
দূর ছাই একাই যাবো চলে!
     বলবে তখন,আমায় ছেড়ে কোথায় যাবে?
    বলবো আমি,যেথায় দু চোখ যাবে!
                                     তুমি বলবে,  চলো তবে সাগর পাড়ে?
           বলবো আমি, না হে নারী!
অনুরোধের ভাষায় বলবে তখন তুমি,
                   আজকে না হয় রাগটি ভেঙে,
      আমার হাতে হাতটি ধরে তারার মাঝে হারাও!
      তোমার কথার শেষে,
                             বলবো মুচকি হেসে,
                   আজ যে সেখানে নতুন ওলি,
         মালির গলি কোথায় পাবে শুনি?
      তুমি শুনে আমায় জড়িয়ে ধরে কাঁদবে অনন্ত দুঃখে,
      কাতর কন্ঠে  বলবো আমি, কাঁদছো কেন?
          ওপাস হতে সাড়া না পেয়ে,
      তোমার মুখের উপরে মুখটি তুলে বলবো ওরে,
            কার বিরহে অশ্রু গুলো পড়ছে একাধারে?
  তুমি বলবে, শতো বছরের ভালোবাসার বিরহে!
    তখন সব বুঝে, তোমার চোখের জল মুছে,
বলবো আদেশ সূচক বাক্যে,হয়েছে বাবা এবার চলো তবে!