মনের মেঘালয়ে তুমি মেঘের রাণী,
শত কল্পনায় ভীড়ে-আমি যে তোমারই- তাইতো এ চোখ বলে এসো করি লুকোচুরি।
হে প্রিয়সী...................
আমি বসন্ত প্রবাসী,তুমি যে আমার নেশা ঝরা আঁখি।
হৃদয়ের নীলদেশে তুমি থাকো বসে,
তোমারই স্বপ্নে আনমনে যাই বহুদূরে।
তোমারই জোয়ারে দোলে হারানো দুনিয়া,
চলে এসো নীড়ে নিরবে- তুমি রবে অনুভবে।
হে প্রিয়সী- আমি বসন্ত প্রবাসী,তুমি যে আমার নেশা ঝরা আঁখি।
আমি নির্ঘুম চোখে দেখি তোমার রঙে রাঙানো পৃথিবী,
ভাসি ঐ জলে,ডুবিছে তোমারই অতলে।
জীবন বেধেছি তোমার দুয়ারে,
তুমি আসবে বলেছিলে - ফিরাবো তোমারে এ কিনারায় চিরতরে,
হে প্রিয়সী............
আমি বসন্ত প্রবাসী,হে রুপসী তুমি যে আমার নেশা ঝরা আঁখি।
যাব যবে ভুলে,তুমি রবে মোর ভিতরে
আমার গহীনও দ্বীপে,