শুক্রবার মসজিদে গিয়ে দেখি,
জুম্মার নামাজের আগে জিলাপি হাতে এক রিক্সাওয়ালা এলো;
বয়স্ক লোকটা, চেহারার বর্ণনায় ভীষণ করুণতা!
ক্ষুধার্ত পেটে কহিলো মুয়াজ্জিন কে ডেকে,
"ভাই আমার মা- বাবার নামে একটা মিলাদ দিতে চাই!
মুয়াজ্জিন কহিলো,তোমার তো আবদারে ভারী,
তাই দোয়া করিতে হবে হৃদয় ছাড়ি!
এতো কমে হয় নাকি!
ইমাম সাহেব কে ও  কিছু দেও  দেখি!
রিক্সাওয়ালা কহিলো হেসে,অর্থের অভাব যুক্ত জামার পকেটে,
বাঁচার এক রাশ আর্তনাদ রোজ চিৎকার করে ডাকে।
মুয়াজ্জিন বলে দূর মসাই!
দুশো টাকা হলেও তো দেওয়া চাই!
গল্প কাহিনী সবারই থাকে,
শুধু মিলাদের বেলায় হাহাকার নামে!!
রিক্সাওয়ালা অনন্ত বিরহ ভরা মুখে নামাজ শেষে মিলাদে বসে!!
অতঃপর সবার শেষে কবির মনে প্রশ্ন জাগে,
আজকাল মিলাদে ও কি ব্যবসা চলে?