মহান তুমি হে নবী-
রহিম রহমানের পৃথিবী জুড়িয়া,
নুর-নুরানির পাহাড় ভেদিয়া-
এসেছো ইসলামে উম্মতের নাজাতে।
পৃথিবী আজ নাজাতের অপেক্ষায়!
সে দ্বীপ এর পাখি।
মেঘের ডাকে আকাশ ফেটে-
তুমি যেন এলে ধুমকেতুর দেশে,
যেখানে ছিলো অমাবস্যা।
তুমি নক্ষত্র হেরিয়া চাঁদকে ছাড়িয়া-
উম্মত এর তরে কাঁদিলে।
তোমার দৃষ্টির ছলছলে জলে
বুলবুলি কেঁদেছে, এ কবি ও
সেই অশ্রুমুখের বিরহে কাঁপে।
মন হলো জান্নাতের বাগান!
আর জান্নাতের বাগান হলো তুমি।
রাতের শেষে আজান আসে ভেসে,,,
শুনি তুমি বলো ডেকে,
"হে উম্মত আসো খোদার ইবাদতে"।
তুমি আজো জেগে-উম্মতের চিরকল্যাণ কর কাজে;তুমি ঘুমিয়েছো উম্মত হৃদয়ে।