যার নেই কোনো জুড়ি,
তারই নাম হলো নারী।
কখনো সে তোমার জননী,
মমতায় ঘিরিয়াছে ধরণী।
তারে বলি অামি,
অবলীলায় হারানো হরিণী।
সবুজ লতাপাতার নদী,
শিশু চলে দিবারাত্রি।
অনন্ত নেশার সমাহার,
অভিমানে নেমেছে অাঁধার।
বাবার কোলে মেয়ে,
নবরূপে অাবার জাগিয়াছে সে।
সে চিরকাল অম্লান,
চিরতরে রয়েছে মনে।