নিলা কে দেখিনি!
নিলার চোখ দেখেছি।
কখনো কথা হয়নি!
তবু কথা শুনেছি!
নিলা কাঁদতে জানেনা!
অদ্ভুত তার হাসি!
চাল চলনে অস্থির সে.....
আজব চিন্তার নারী।
চুল তার পুতুলের ঘর!
যেন ঘন মেঘের দেশ।
এখনই আসবে বসন্ত!
নিলা তারই আবেশ।
প্রেমের পোষ্টার না,
সে তো বন্ধুর নব সেতু;
তাই,অপেক্ষা আমার,
কবে দেখা পাবো নিলার।