তোমার বিয়ে খেতে এলাম!
বন্ধুত্তর দাবি নিয়ে!
আমি অভ্র আবির,অনলাইনে আলাপন।
জানি, নিমন্ত্রণ করবেনা!
তবু বাধ্য হয়েই এলাম।
আচ্ছা বাবুমসাই,সুস্বাগতম!
দুংখিত, জনাবা
আপনার নিমন্ত্রণ গ্রহন করতে পারলামনা।
চলে যাচ্ছি!
কি অদ্ভুত!ভিতরে আসতে বলবে না?
এসো,
ধন্যবাদ তোমাকে।
টপর মাথায় বরটা কোথায়?
কেন চুরি করতে চাও?
না,একটু হিংসা করবো।
কি বলছো!!
অবুঝ বালিকা,সে তোমায় চুরি করেছে যে।
তাহলে নিয়ে নেও....
কিন্তু প্রেমের মন্ত্রতো জনিনা।
ছন্দতো জানো?
হয়ত একটা,দুটো....
তা দিয়ে রিদয় রচনা কর।
দুংখিত, কাব্য করতে আসিনি!
খেতে এসেছি!ফিন্নি,পোলাও
তা হবে.....
আমায় উপহার কি দেবে?
তুমি যা চাবে.....
যদি তোমাকে চাই?
দুংখিত নিজেকে দান করিনা।
অবুঝ বালক,ভয় পেলে বুঝি?
তোমার জন্য চকলেট এনেছি!
আপাতত রক্ষে দেও...
পরে বিয়ের বিনারসি দিব।
লাল হবে তো?
ঐ কাজী এসেছে.....
এখন বউ সেজে এসো।