যখন চেয়ে দেখি অাজ কোথা হলো কি-সংবাদে অাসে নিয়মিত সূচি-দূর্ঘটনায় মারা পড়েছে এক স্কুল পড়ুয়া শিক্ষার্থী।
তার অাত্মচিৎকারে যেন চোখে জলের ভাটা পড়ে-তবু ফেরেনা সে, বয়ে চলে যায় অতিদূরে অন্ধকার ঘোর অমানিশার দেশে।
তবু ব্যথা বেড়ে চলে -লক্ষ জননীর শূন্যতা ভরা হৃদয়ে-হয়তো তুমি রবে না ফেরার সমাহারে।
শহরের কোলে মিনিবাস গুলো দোলে, তাড়াহুড়ো করে ভাড়া টানে সে;অবুঝ বালকের হাতে চালকের হাল ধরাইয়াছে যে-তাদের বিচার করবে কে?
অাসিবে কবে সেই শুভদিন,যেখানে হয়তো একটি শিশু ও রক্তের গন্ধ খুঁজতে যাবেনা,সব শকুনিরা ফিরে যাবে নীড়ে।
অামি নিরাপদ সড়কের দাবিতে,পথের ধুলিতে ফেলিয়া দিতে অাসিনি প্রাণ!