তখন- নিঃশব্দে তুমি আছো, যখন ঊর্ধ্বপানে দৃষ্টি হারায়,
ঊর্ধ্বগগনে তোমার আকার আমার রংধনুকে মাড়ায়।
তখনই কেবল মনে হয়, তুমি  যেন  আমার শব্দভরা নিঃশ্বাসের আশ-পাশে,
এইতো সাদা মেঘের মতো আড়াল থেকে বলছো,
           জীবনের সব রং নিভিয়ে দিতে চায় যদি,
           তবে এসো - শক্ত করে জড়িয়ে ধরো,
উড়ে যাবো সবুজ শালিকের মতো দিগন্তের শেষ সীমান্তে।
        যদি সে সময় কখনো না ফুরায়,
        তবে তুমি আমারই হবে চিরতরে।
জলন্ত মোমবাতির মতো যতটুকু আভা ছিলো শরীরে,
একবারে নিঃশেষ হয়ে যাবে তোমার বাসন্তী প্লাবনে।