নিয়তির রঙ্গমঞ্চে দিনশেষে কেউ সুখী,কেউ দুঃখী;
তাই নিয়েই পৃথিবী ;যেখানে জীবন থমকে
অাছে অন্ধকার জলের অতলে:
সময়ের সাগরে ভেসে অাসে মুক্ত সমুদ্র বালুচর ভেদে;
অাবার কখনো ঝিনুক-শামুকে পা ফাটে;
দিনশেষে কে দেখে কার জ্বালা!
সব অশ্রুসিক্ত নয়ন দেখিছি শুকানোর কালে,
পড়েছি ভাষা সেখানে ছিল অনন্ত বেদনা;
পৃথিবীর অসংখ্য প্রাণের তটে-এ বাটে
ঘিরিয়া অাছে ভবিষ্যৎ ;যেখানে অজনা অামি;
অজানা অামার চারপাশ;
বড্ড বেশী ভালোবাসা নাকি কাল হয়;
তবু ইচ্ছা জাগে মৃত্তিকার প্রাণে,
তাহাতে যদি শান্তি মেলে বৃক্ষমূলে;
তবু দিনের শেষ হয় নিয়তির খেলায়;
অজানা পাড়ি দিতে নিঃশেষ চোখের দরকার;
ভোর হবে কালই;তুমি পাবে শুভ্র-সকাল;