অসৎ পথে করিলে গমন,
ভেবে দেখ মন,
মাঝ পথে আসে যদি মরণ!
পাবে কি আপন?
যে করিবে বহন,
তোমার বেদনার ভার।  
ভেবে দেখ মন,
কতো অসহায় এ জীবন!
কতো নিষ্ঠুর এ নিয়তি।
তাই করো না বাড়াবাড়ি,
একবার দম গেলে উড়ি,
থেমে যাবে বাহাদুরি!    
ভেবে দেখো মন
কোথায় পালাবে তখন?