যে অতীতে ফিরতে চায়,
সে জানেনা অতীত কতটা নির্মম হয়!
কিছু আলো দূর হতে ভালো
হাতের পরশে হারিয়ে যায়!
মেঘের রং কখনো সাদা, কখনো কালো
কখনো আকাশের নীল চোখ কেড়ে নিলো।
অতঃপর সে সমুদ্র জেগে ছিলো!
হারনো বেদনা যে খুঁড়িলো,
সে ই তো মরিলো!
চেয়ে দেখিলো শতাব্দী পর শতাব্দী!
তার ক্ষয় ই ছিলো নিয়তি।
বছরের পর বছর ধরে,
তারার দেশে করুন সে মুখে সময় হলো সারা,
শেষের পথে অবশেষে দাঁড়িয়ে!
সে যে মহামানব!
অতীত ভুলতে পারেনি কখনো!