ছোটবেলায় পাখি ধরার খুব ইচ্ছা ছিল;
তাই বনে-জঙ্গলে ঘুরে ঘুরে পাখি খুঁজতাম;
একবার নারিকেল গাছের ভিতরে
পাখির দুটে বাসা দেখতে পেলাম;
অামি নিচে দাঁড়িয়ে, বুঝে শুনে
তবেই গাছে উঠা ধরলাম;
গাছে উঠে শালিকের দুটো বাঁচ্চা দেখলাম;
কিন্তু তখনই অামার মনে হল,
পাখি উড়তে ভালোবাসে অাকাশের পানে;
তাকে বন্ধী করার অধিকার অামার নেই;
পৃথিবীপৃষ্ঠে মুক্তির স্বাধীনতা সবার অাছে;
যদি তুমি পাখিকে ভালোবাসো,
তাহলে তাকে মুক্তির পানে উড়তে দেয়;
কারন পাখির শোভাই উড়াতে;