যে তোমাকে অনুপ্রেরণা দিবে,
সে ই তো পাঠক!
তোমার বন্ধুও বটে।
যখন তুমি উন্নতির শিখরে,
তখন সে থাকবে শ্রোতার অাসনে,
সে তোমার পরিচয় করাবে
এ পৃথিবীর  প্রতিটা প্রান্তে।
তখন কি তোমার মনে পড়বে তাকে?
ধর সে দরিদ্র!
তখন কি তাকে গিয়ে বলবে,
তোমার কাছে অামি ঋণী!
হে অনুপ্রেরণা দানকারী।
ধরো সে তোমার অটোগ্রাফ চাইলো,
তুমি কি তাকে অটোগ্রাফ দিবে?
নাকি নিজের ডাইরিটা বের করে,
তারই একটা অটোগ্রাফ নিবে।
সে ও তো মহা-মানব ভবে।