কিছুদিন অাগে পরিচয় হল তোমার সাথে,
তেরোই এপ্রিল সন্ধার ঠিক পরে;
যখন পৃথিবী শুনতে চায়নি অামার কথা,
তখন তুমি শুনতে চেয়েছিলো!
তুমি বলেছিলে কবিতা বল;কবিতা শুনবো!
সেদিন কবিতা শুনিয়েছি অসংখ্য!
তারপর তোমাকে নিয়ে লিখলাম কিছু কবিতা,
একটা শুনিয়েছি,বাকিগুলো পড়েছো!
তাই শুনানোটা বাকিতে পড়ে অাছে।
বাকিতে পড়ে অাছে সম্পর্ক!
তুমি তো হারিয়ে অাছো দূরে,
তবু অাজো ভাবি তোমাকে নিয়ে;
তুমি সেদিন অাবেক ভরা চোখে তাকিয়ে বললে,
তুমি অামাকে নিয়ে এত কেন ভাবো?
কথা শুনে ভেবেছিলাম! অার ও ভাববো তোমাকে নিয়ে;
কিন্তু তা অার হলো না;
সেদিনের চোখগুলো দেখা হয়নি অাজো!
কারন তোমাকেই দেখিনি!
সম্পর্কটা ছিলো কথোপকথন ;
রোজ তাই ভাবি যদি গল্পের তরে হতে তুমি!
হতে যদি কল্পনা!কতই না ভালো হত;
তোমাকে হারাতে হত না!
জহির বলতো,তোর কল্পনা বড্ড বেশী অাবেগী!
অামি বলতাম, অসম্ভব কি?
যদিও হয়নি তাহা,
তবু অন্যকিছু খুঁজতে চাইনা!
যখন সব ভালোলাগা হারিয়ে যায় চিরতরে;
পড়ে থাকে বেদনার কিছু কবিতা!
তখন গল্পের তরে অাবার মনে পড়ে তোমাকে!
যখন তুমি অতি দূরে হালহীন নাবিকের মত চল,
যার তীরে অামার অজানা মন্তব্যগুলো উড়ে বেড়ায়;
তোমাকে দেখার তরে অাজো বাধা লুকিয়ে থাকে,
তুমি সেখানে মাথায় ঘোমটা দিয়ে থাকো!
অামি একাকী চলি অাবারও;