কোথায় অপরিচিত সে মেয়ে?
এখানে কল্পনাপ্রিয় চোখগুলো ভালোবাসার জোয়ারে মেতেছে!
স্বপ্ন এসেছিলো কুয়াশা ভরা সে সময়ে,তোমার স্পর্শে অবলীলায় হারিয়ে ফেলেছি জীবন্ত দিনগুলো কে!
চঞ্চল তোমার চলনে ফিরে পেয়েছি অাবার কোলাহল,জানিনা নির্বাকতা বলেছিলো কবে,প্রিয় লতার মত জড়িয়ে ধরে,তুমি চলো এসো পৃথিবীর সব অালো জ্বালিয়ে দিয়ে,উচু পাহাড়ের ঘুম কেড়ে, দূরের অাকাশটা অাসুক অারো নিকটে,গল্পের তরে হারিয়ে দুজনে,হোকনা সকাল একান্ত গোপনে,হে প্রিয়জন তোমারই পরে, বহমান সাগরের জলে;