রাতে ঘুমানো হয়না কখনো!
প্রায় বসে দেখি জানালার ফাঁক দিয়ে উঁকি মারা অাকাশ, ভাসমান শেওলার মত ভেসে থাকা চাঁদ;
বাইরের অালেয়াগুলো খেলে দু-চোখে,
জ্যোৎস্নার ছায়া পড়ে উঠানে নেমে অাসে বসন্ত
তবু ঘুম অাসেনা তখনও!
ভিতরটা খুঁড়ে দেখা হয়নি এখনো!
কখনো রূপকথার স্বপ্নে বিভোর মন টাকে বুঝাতে বুঝাতে হারিয়ে ফেলি নিজেকে,
তখনই চোখ ডুবে যায় নিভে যায় সব কোলাহল!তখনই যেন কেউ অাসে জীবন্ত  নীল অপ্সরী ডাকে, কেবল সেখানে হাসি ধরায় খেয়ালে সময় শেষ করবো না বলে,
রাত জাগা পাখির মত উড়ি তোমার চুলের ঘন কালো দিগন্তে,
কখনো সে পরশে হাত বুলিয়ে যাও তুমি!
তখন কিছু মৃদু হাসি শুধু চেয়ে দেখে পৃথিবী;