অামি এখানে কবিতা লিখতে অাসিনি!
রোহিঙ্গাদের কথা বলতে এসেছি;
যারা অাজো পড়ে অাছে অনাদরে!
মাতৃভূমির চিরচেনা অালো বাতাস হারিয়ে,
অচিরে মিলন হয়েছে অনেকের মৃত্তিকার সনে;
তাদের কথা বলতে এসেছি,
যাদের জন্য প্রাণ খুলে ভালোবাসতে শিখেছি;
সোনার বাংলার চারিদিকে উড়েছে সে বিরহ,
কাতর হৃদয়ে পাথর রেখেছি কত!
তাদের অধিকার অাদায়ের দায়ে,
দেশের মন্ত্রী-প্রধানমন্ত্রী বসেছে সভাতে!
জাতিসংঘ কেঁপেছে বারে বারে রোহিঙ্গাদের চিৎকারে;
অামি তাদের কথা বলছি!
যাদের জন্য কেঁদেছি পুরো পৃথিবী,
এক রাত নয়!
যেন ঘোর অমানিশা লেগে অাছে গায়;