সেদিন ছিল পূর্ণিমা,
নীল আকাশে আলোর খেলা,
তোমার দৃষ্টিতে আমার নেশা।
বাতাস দিয়ে গেল দোলা,
প্রথম যৌবনে এসেছিল  নীলা।
সেদিন অনেক কিছু বলার ছিল!
কিন্তু বলা হল না!
সময় পার হলো একান্তে।
তুমি বললে,"আমায় উন্মুক্ত করতে
তোমার চিৎকার করতে হবেনা,
তোমার অনুভবেই আমি মুগ্ধ।
আমায় বিশ্বাস করো!
চিৎকার করেনি সেদিন,
শুধু চাতকের মত তাকিয়ে কিছুকাল।
তারপর বললাম, নীলা জট খোল
এ ফাগুনে পাল উড়াও।
সেদিন জট খুলেছিল নীলা,
তবে আমার জন্য নয়!
সেই প্রেমের জন্য।
সেই পাল উড়াতে!
সোনার তরি এনেছিলাম আমি,
সে তরীতে নীলা বসেনি!
বসেছিল আমার স্বপ্নের মালি।