ফেব্রুয়ারির পয়েলা তারিখে একুশে বই মেলাতে,
সেদিনই প্রথম দেখা হয়েছিলো তোমার সাথে।
নতুন বইয়ের সন্ধানে তুমি এসেছিলে এ উদ্যানে,
শরীর জুড়ে হলুদ শাড়ি, হাতে নীল ঘড়ি।
স্টলে স্টলে ঘুরে ফিরে শত বইয়ের ভীড়ে,
চেয়ে দেখছিলাম শুধু তোমাকে!
বসন্ত লেগে থাকা বিকালের শেষে,
তোমার কেশ খুলে দিয়েছিলো হাওয়া
চুলগুলো উড়ছিলো কর্ণের নিচে পড়েছিলো কালো তিল।
আঁখি হতে উপরে ছিলো ঘনো কালো দু মেরু,
ওষ্টে দেখেছিলাম ধুমকেতু!
আমার দেখা সে পলক ছিলো বিজলীর ঝলক!
যেন বৃষ্টি স্নাত সন্ধ্যা!
সে শীতল হাওয়া এখনো হৃদয়ে লাগে।
আমি আজো ভুলতে পারিনি তোমার বসন্ত, তোমার ফাল্গুনী আবাহাওয়া!
তুমি ছিলে সৌরভময়ী, প্রশান্ত দ্বীপ,
যেখানে আমি আমার যৌবন কাটিয়েছি।
তোমাকে অনেকে কিনতে চেয়েছে,
বেকার ছিলাম,তবু বিক্রি করিনি!
কারন ভালোবাসা বিক্রি করা যায় না!!
আজো ভালোবাসি সে দিনগুলো কে,ভালোবাসি তোমাকে।