তোমার ভালোবাসার শেষ পরিণতি দিতে পারলাম না,
দুংখিত, আমায় মাফ করো!
হয়ত সকালকে তোমার সাথে দেখা হবেনা,
রাত আমাকে অনেকটা ধার করে দিল।
তবু নিংসঙ্গতা আমার ভালোলাগেনা।
কি করবো বলো?
সময় আমাকে আর সময় দিচ্ছে না,
মনে করো আমি আর নেই!
তুমি কি আমার ইশারা বুঝবে?
আমার সাথে কথা বলবে?
আমি তোমার অনুুভূতির অপেক্ষায় থাকলাম।
সকাল হলো,চাঁদ হারালো
আরমিন তুমি কোথায়?
অর্ধ-শতাব্দী তোমার দৃষ্টি
সকালের সূর্য দেখিয়েছে আমায়।
দেরি করোনা,এখনো তোমার ঘুম ভাঙলোনা!
কোকিল কখন থেকে ডাকছে!
আজ যে বসন্ত ঋতু চলে যাবে!
আরমিন আর আড়ি করে না,
শিশিরজল শুকিয়ে যায়
পা রাঙাবে এসো।
দেখো সকাল হতে পাখি গুলো ডাকছে!
জানিনা আজ কি হবে!
তোমার পথ চেয়ে কখন থেকে বসে আছি।
জানতাম আবির!তুমি আমার ইশারা বুঝবে না!
দুংখিত ভালোবাসার পাল ছিড়ে গেছে
আমি আর আসতে পারবোনা।