আমার নাম জীবন তনু,
তোমার নাম কি?
সবুজ দেশের লতা।
যেন সতেজ ধারা,
চোখ দুটো নিরবতার তারা।
মসাই! আপনি বড্ড গায়ে পড়া!
কি করবো বলো,
রাতের মরুভূমি পড়ে আছে
আমার সম্মুখ প্রান্তরে।
শহর কেন নয়?
জনবহুলতার ছাপ কোথায়!
তুমিতো সাক্ষাৎ জলপরী।
এবার কিন্তু বাড়াবাড়ি!
পৃথিবীতে আমি অনেক ঘুরেছি
ঘুরেছি প্রতিটা শহরের কোণে,
ভাবিনি তোমায় খুঁজে পাবো
এই গ্রামের গহীন অরণ্যে।
তাই বুঝি!
আপনার স্বপ্নের নারী আমি?
তুমি আমার স্বপ্নের বসন্ত,
যার জন্য বহুরাত অপেক্ষা করেছি আমি।
বাদ দিন, আর শুনবো না!
আজ আমার বিয়ে হবে,,,
পার্লারে যাচ্ছি সাজবো বলে !
আপনি বড্ড দেরী করেছেন!
দেরীতে হলেও ভোর হয়নি,
সূর্য উঠেনি এখনো!
আমি এসেছি,তোমার নতুন সকাল হয়ে।
যেখানে জীবন থেমে গেছে,
আমি থামিনি কভু!
কিন্তু আমি বয়ে গেছি সময়ের ব্যবধানে,
হৃদয়ের কথা শুনিনি কখনো!
আজ তোমার হৃদয় দেখতে গিয়ে,
আমি বড় ক্লান্ত!
সমাজের কাছে আমার দায়বদ্ধতা,
আমাকে করিলো সর্বশান্ত।
তাই কেউ না ডাকলেই খুশি হবো।
কিন্তু ফেরার জন্য আসিনি তো!
আজ লতা ফিরে যায়,
তবু ফেরেনা জীবন তনু।