তোমার জন্য শহর ছেড়ে দিয়েছি-
চিরতরে কোলাহল হীন ভীরু মরু অামার গভীরে, দেখো অামি চিরকাল তোমারই পথে বিবাগী বিনোদিনী হয়ে!
যেন হাহাকার ভরা নীড়ে বিষাদযুক্ত সুরে,
অসংখ্য দুর্গম গিরির অার্তনাদ- মহা প্রান্তরের রক্তস্নাত ঘাস-সময়ের উপহার তুমি এক বেদনার বেদী।
অামি বড় ক্লান্ত হৃদয় নিয়ে অাজো দাঁড়াইয়ে রয়েছি অবলীলায় গোলাকার পৃথিবীর ভিতরে।
চোখগুলো যেন চাতকের মত মেঘে ঢাকা অাকাশ!
তবু সেথায় তুমি রয়েছে লুকাইয়ে!
অতিদূরে অাজ ফিরে চলে যায় অামার খেয়াল।
চারিদিকে রাতের গন্ধ অার কতোরতার কবিতা!
অাজ সত্যিই বড় ক্লান্ত অামি-হে ভালোবাসা  তবু তুমি থেকো বহমান।