ছোটবেলায় আমার একটা প্রজাপতি ছিলো
                  আকাশের মত নীল রংয়ের,
যে সারাক্ষণ উড়ে বেড়াতো আমার বাগানে,
             সব ফুল তার ছোঁয়ায় সিক্ত হত!
             তার রুপে পাখিরা হিংসা করতো,
বন্ধুরা বলতো,"তোর বাগানে এত সুন্দর প্রজাপতি"!
                      খুব কপাল তোর মাইরি!
সেদিন আনন্দে মাতোয়ারা হতাম!
সত্যিই ভালোবাসতাম প্রজাপতিটিকে।
যৌবনে প্রজাপতিটিকে নিদারুন লাগতে শুরু করলো,
বাগান আরো অনেক বড় করলাম-
সেখানে নতুন অসংখ্য প্রজাপতি আসলো,
আমি তাদের খেলার সাথী হয়ে উঠলাম।
তাদের সাথে দিন কাটাতে কাটাতে
ভীড়ের মধ্যে হারিয়ে ফেললাম,
আমার ছোটবেলার সেই নীল প্রজাপতিটিকে।
বহুদিন খোঁজ করলাম,
আর কোথাও তাকে উড়তে দেখলামনা।
হয়ত একাকীত্বর যন্ত্রণা তাকে
আমার থেকে বহুদূরে যেতে বাধ্য করলো।
আমার সব উৎসব থেমে গেল।
হঠাৎ মনে পড়ল,
আমি অহংকারী মানুষের মত অহংকার করেছি।
আমি আমার বাগান ছেড়ে দিলাম!
বেশ কিছু টাকা পয়সা দিয়ে
একটা নির্জন জঙ্গল কিনলাম।
সেখানে আমার দিন কাটতে শুরু করলো।
হঠাৎ একদিন প্রজাপতির কথা
আমার খুব মনে পড়তে শুরু করল!
আমি হাঁটতে শুরু করলাম-
হাঁটতে হাঁটতে জঙ্গলের শেষ মাথায় গেলাম,
দেখি উচু একটা পাহাড়ের উপর
জ্বলজ্বল করে কি একটা জ্বলছে!
মনে হচ্ছে প্রজাপতির উৎসব!
চোখে ভাসছে অসংখ প্রজাপতি!
একটা একটা করে দেখতে দেখতে
হঠাৎ চোখে পড়ল,ছোটবেলার সেই
হারিয়ে যাওয়া নীল প্রজাপতিটিকে।
তখন যে আমার কি আনন্দ হলো!
আমি নিজেও বলতে পারিনা।
আমার ছুঁয়ে দেখার সাধ জাগলো!
কিন্তু ইচ্ছা থাকার পরেও
আমি আর সেখানে যেতে পারলামনা।
সবাই জানে তবু আমি ভুলে গিয়েছিলাম!
সেতো আমার শৈশব,আমার অতীত
তাই আজ চাইলেও ফিরতে পারবোনা!
তবু আজ এই পাহাড়টার নিচে দাড়িয়েই বলি,
"প্রজাপতি,আজ আমি তোমাকে সত্যিই
লাল গোলাপের মত ভালোবাসি"।
দেখ আজ আমার কোন অহংকার নেই
হে নীল প্রজাপতি,পারলে আমায় ক্ষমা কর।