বিলাস বহুল বাড়ি ........
ব্যায় বহুল গাড়ি....
তোমায় সুখি করবে নিশ্চই!
অন্তিম আমার আমি।
টাকার শহর তোমার.....
সেখানে আমার বসন্ত!
বড় অভাগা আর অপ্রয়োজনীয়।
অর্থ -বিত্তের যাতাকলে চাপা রিদয়......
তোমার উপযুক্ত উমেদার!
বল কি করে হয়!
তাই,চলে যেতে চাই...........
হয়ত অনেক দূরে!
স্বদেশ-মহাদেশ-সাগর পার হয়ে...........
তোমার দ্বীপকুন্জ ছেড়ে কল্পলোকে!
আমার নতুন রাজত্ব...............
তুমি সম্রাঙ্গী খুঁজোনা!
কারনটা না বলা...............