তুমি দেখো চেয়ে জগত জুড়ে সবাই পূজা করে সুন্দরীকে!
যেন অবলীলায় ধরতে চায় অসংখ্য অপ্সরী।
পুরুষের নেশা তাতে অগণিত,
যেন চোখের বাধ ভেঙেছে নীল অালেয়া।
অামারা ভালোবাসি অাজো হে প্রিয় তোমার বাইরের সৌন্দর্য!
কে গায়ে মেখে দেখে হায় মনের ক্ষুদ্র ক্ষুদ্র তুষার গুলো!
নারী হলো মহাধরী বাজি, নিজেকে হত্যা করে হতে চায় রূপসী।
মাঝে মাঝে প্রশ্ন জাগে,"হে হৃদয় কোথায় থাকো তুমি"?
এই পৃথিবী এক বিশাল অন্ধকারের সমাহার খুঁড়ে চলেছে অবিরাম!
লাল গোলাপে কিছু কুৎসিত মূর্তির ছবি যেন তুলে রেখেছে করুণ প্রকৃতি,
তার ছিলো ক্লান্ত চোখ যেন হরিণী!
অাফসোস অামরা সেগুলো চেয়ে দেখিনি!
অামারা চেয়ে দেখেছি খবরের কাগজে নানা রং বে রংয়ের প্রসাধনী!
অামরা বিবেককে নীরবে মেরে জীবনকে টেনে চলেছি,  
তাইতো সকালের শুরুতে সবাই রূপসী দিনের শেষে কুৎসিত।