অাজ হয়েছে ছুটি,
সব কাজের বাড়ি তাই তো দিলাম অাড়ি;
তাই হারাবো তোমায় নিয়ে,
নেই মানা অাজ কোনখানে;
অাকাশ মাঝে স্বপ্ন উড়বে,
অাধুনিক জীবন চেতনার বসন্তে;
দক্ষিণ দিক হতে অাসবে ভেসে,
সন্ধার ঝাপসা কিছু অাবহাওয়া;
যেখানে ছবি অাঁকা থাকবে তোমার,
সবুজ ঘাসের ভিতরে দেখবে চেয়ে
নীলাম্বরী হবে তুমি অামার দু-চোখে;
গল্পের তরে অন্ধকার যাবে কেটে
চেয়ে চেয়ে কিছু নেশা হারাবে দিবাকরে;
তোমায় মাঝে সব ছুটি যাবে উড়ে,
যেমন করে হারায় নীল অাকাশের নীড়ে;
তারপর অারো অনেক বসন্ত অাসবে,
অাবার হবে ছুটি!!!
অাবার অারেকটা দিন,
যেখানে শুধু তুমি অার অামি;