রাত হলে দেখা মেলে
অতি দূরে অাকাশে,
ভোর হলে দলে দলে
যায় যে কোথায় মিশে।
খালি,খালি দিবালকে
রোদ ঢুকে পড়ে,
দিন শেষে চলে অাসে
মিটিমিটি ঘরে ফেরে।
ধরা ধরা অালো ধরা
অাসমানে খেলে কারা,
কখনোবা কি যে হয়!
মেঘ এসে ঢাকে তারা।
অলো গুলো কেঁড়ে নেয়
মাঝে মাঝে উকি দেয়,
পড়ে যায় বৃষ্টি
নিভে যায় দৃষ্টি।