ভেবেছিলাম তোমার জন্মদিনে,
খুব বড় একটা উৎসব এর আয়োজন করবো!
কিন্তু তোমার দেখাই পেলাম না!
তোমার যদি দেখা পেতাম!
তাহলে টাকার জন্য আটকাতো না।
যার যা দাম হোক!
তোমার জন্য সবই কিনতাম।
সবাই লাল গোলাপ ভালোবাসে,
হয়ত তুমি ও ভালোবাসো।
তবু তোমার জন্য লাল গোলাপ আনতাম না।
কারন আমার ভালোবাসা সবার মত করতে চাইনা।
তাকে মুক্ত পাখির মত উড়িয়ে দিতে চাই,
এই পৃথিবীর জনোবহুল শহরে।
অবশ্য সে জন্য দুটো পাখি কিনতাম।
সবাই জানে পাখি উড়তে ভালোবাসে,
আর আমি তাকে উড়াতে ভালোবাসি,
ঠিক আমার ভালোবাসার মত করে।
তবে তুমি যা ই বলো,
উৎসবটা কিন্তু রাতে করতাম।
পন্জ্ঞিকা মতে সেদিন পূণি্মা।
তোমার দেখা পেলে!
অনুমতিটাও নেয়া হত।
লক্ষ তারা আর এক চাঁদ সাক্ষী রেখে,
সেদিন বলার ইচ্ছে করত"ভালোবাসি "।
বন্ধুরা খুব খুশি হত!
কারন তারা আমার আনন্দ দেখতে চেয়েছে।
কিন্তু তোমার কথা বলতে পারিনা!
তারপর কি হত তাও জানিনা।
তবু পাখি দুটো উড়তো!
আমার ভালোবাসা মুক্ত করে দিয়েছি,
এই ভেবেই জেনো শান্তি।
কিন্তু সেই সুদিন চলে গেল!
বহু অপেক্ষার পরেও,
তোমার একটিবারও দেখা মিললোনা।
সেদিন কেউ তোমার সন্ধান বলতে পারলোনা!
অনেক খোঁজ করলাম!
কিন্তু তোমার আর পেলামনা।
সেদিন যদি কেউ আমায়
তোমার দেখা দিতে পারতো,
তবে তাকে ছিমছাম একটা অসংখ্য প্রজাপতি ভরা দ্বীপ উপহার দিতাম,
টাকার জন্য আটকাতো না।