এই নিরব নীড়ে চেয়ে দেখো
অার কোথাও কেউ নেই দাঁড়িয়ে,
শুধু তুমি অাছো অার অামি অাছি;
চেয়ে দেখো গগনে তারা নেই কোনখানে,
কালো কালো মেঘে অালো গেল হারিয়ে;
চারপাশ ভয় ভয় থরথর ডাক অাসে করকর,
করুন তালে তরুণী কাঁপে;
বিন্দু বিন্দু শিশিরে চুল তার এলোমেলো,
এক রাশ অাঁধারে হাসি কোথা গেল;
ঘাসফুল গুলো অাড়ি পেতে দিল!
নেই দেখি জোনাকি খুঁজে তাঁকে লাভ কি!
অাবার তবে জড় হবে কবে?
এমনি অসময় গভীর নিদ্রায় সে!
পৃথিবীও গেলে তাহাদের রসাতলে,
যাহারা চোখ মেলে ঘুমিয়েছে অচিরে;
প্রেমের প্রিয় উক্তি খাঁচা তার বন্দী,
তাই বুঝি সে পেলনা কো মুক্তি;