তুমি যদি কল্পনার রাজকুমারী হতে ঐ দূর নীল হিমাদ্রীর উপরে,
আমি অবলীলাক্রমে ভেসে বেড়াতাম তোমার ঐশ্বর্যের নদীতে;
তোমার উড়ে আসা গায়ের গন্ধে যখন জাগিতো এ হৃদয়ে বসন্ত,
              তখন আমি উন্মাদ হতাম,
   দেখতাম তোমার চোখের সমুদ্রে গলগলে নীল সূর্য।  
তোমার প্রজাপতির মতো ডানা দুটো ছোঁয়ার জন্য,  
       আলোর বেগে উঠে যেতাম পাহাড়ের চূড়ায়।
                                ছুঁয়ে থাকতাম বহুক্ষণ!
যখন আকাশে পূর্ণিমা থাকতো, তখন পাহাড়ের চূড়ায় ভরা জোৎস্না,
যেখানে অবলীলায় করিতো স্নান জোনাকির মতো জ্বলজ্বলে দুটি তারা,
যার একটি হতাম আমি আর অন্যটি হতে তুমি।
যখন পাহাড়ের চূড়ায় অনেক বৃষ্টি হতো,
তখন কচুরিপানার মতো ভেসে থাকতাম দুজনে।
   হয়তো আমার নির্বাসন হতো তোমার দেহে !!
হাজার বছর কেটে যেত অনায়াসে,
    তোমার পালক গুলো চিরতরে হারাতো  আমার পালকে।