তুমি না থাকলে চোখের কোণে
অন্ধকার গহীন অরণ্য বিভিন্নমুখী বিভীষিকা জাগে,
তুমি না থাকলে পৃথিবীপৃষ্ঠে করুন বেদনা,
শিউরে উঠা শব্দের কিছু অার্তনাদ হাসে;
তুমি না থাকলে সময় থমকে
নির্ঘুম কাটে রাত অমানিশা সারা রাত;
তুমি না থাকলে ভোর কবে
অাকাশের দু চোখে অন্ধকার রবে;
তুমি না থাকলে অনন্ত সময়ে
অাসবেনা অনন্যা রূপসী কেহ অার ভবে;
তুমি না থাকলে বাঁচিবো কি বৃথা
তোমার সঙ্গেপনে হারায়েছি মোর দিশা;
তুমি না থাকলে হাসিবে কে এথা
সবাই কাঁদিবে কিছু অাত্মার শুনিবে কথা;
তুমি না থাকলে কবে কার
বিদিশার নেশা দেখিবো চেয়ে;
তুমি না থাকলে দেখবে হবে
অসমাপ্ত জীবনের ইতি শেষ কবিতা;
তুমি না থাকলে অামি অামিই রবো
প্রাণ রবেনা কো কিছুটা মৃত দেহ;
তুমি না থাকলে জানিনা
অার কত কি দেখিবো গো ভবে,
তাই বলি যেওনা কো
তুমি শুধু তুমিতেই যেন অামাতে রবে;