ভালো-থেকো তুমি গোলাকার পৃথিবীর বাহিরে,
অন্ধকার মহাশূন্যে ভেসে চলা গ্রহ-তারা হয়ে;
অনুভবের গভীর কুয়াশা চোখে রোজ তুমি ডাকো-
ঘুম ভেঙে যায়-চেয়ে দেখি তোমার অস্পর্শনীয় ছবি নিরবে তাকিয়ে রয়;
এ পৃথিবীর সবাই জানে তুমি নেই,
শুধু অামি জানি তুমি অাছো-হয়ত সন্ধ্যার বাতাসে মিশে গেছো তুমি-তবু তুমি অামার;
হয়তো সময় ফুরিয়ে গেছে-তোমার পাশে বসে থাকার-তবু চেয়ে অাছে ভাবে ভরা সেই চঞ্চলতা;
অামি অাঁকতে বসেছি তাই-মুছতে না চাওয়া সে কলঙ্ক,
যেখানে জড়িয়ে ধরে কিছু বলার ইচ্ছা জেগেছিল ভিষণ ভাবে-তুমি কেন চলে গেলে?
তোমার জীবনের শেষ পাতাটা পড়া হলোনা অাজো,
তোমার কেন্দ্রীয় চরিত্রে হারাইয়াছে সব অালো;
তবু তুমি ভালো-থেকো.....................