রাত দুপুরে ঘুম গেল উড়ে,
অজনা শব্দের ভিড়ে।
অবাক তখন!
চোখ আলোর পিছে.......
চাতকের মত ছুটছি!
ভয় লাগছে!একটু কাঁপছি!
তবু সাহসীর মত ভাবছি!
হঠাৎ সামনে সে কি!
দেখি পরীদের রানী।
যা এ আবার সত্যিই নাকি!
হাতে চিমটি কাটলাম!
সে বললো,ভয় পেয়েওনা!
কি কথা মাইরি!
শরীর কাঁপছে!বলে,ভয় পেওনা।
বললাম আমি,কি চাও শুনি?
অবাক উত্তর!ঘুরতে এসেছি।
এই রাত দুপরে!
না!এখন ফিরবো.......
আমায় নেবে তোমার দেশে?
যাওয়ার ইচ্ছে পরীর রাজ্যে?
অজানাকে জানতে হবে!
বাহ!বাহ!সম্ভবনা!
চিৎকার! কেন?কেন?
তখন, ঘুম ভাঙলো।