তোমায় ছাড়া এ ঘোর কাটেনা
এ পূর্ণিমা তোমায় ছাড়া হাসে না।
কবিতা গুলো তোমায় ছাড়া এলোমেলো,
তোমায় ছাড়া আমার বিখ্যাত ছন্দগুলোও অন্ধ,
যেন বর্ণিল বইয়ে বর্ণগুলো বিবর্ণ!
তোমায় ছাড়া চোখের পাতাগুলো,
খেঁজুর কাটার  আঘাতে  রাঙানো।
তোমায় ছাড়া ভোরের বেলা,
হৃদয়ের লাল গ্রহে,
কোন আসমানী অপ্সরীর দেখা মেলে না!
সময়গুলো থমকে দাঁড়ায়!
আমি চাতকের মতো তাকিয়ে থাকি দূরে
যেন তোমার স্বপ্নিল হাওয়াতে  মন মেতে ওঠে।
তোমায় ছাড়া এ ঘোর কাটে না!
এ আকাশ, বাতাস,সূর্য, তারা,
তোমায় ছাড়া আলো হারা!
তোমায় ছাড়া শূন্য জলে সাগর তলে,
অনহারে লক্ষ মৎস মরে!
তোমার ছাড়া মরুর দেশে তুষারস্রোত,
বরফের সাগরে অনলের মেলা।