কিছু শুষ্ক, কিছু ভিজে বালিতে হেঁটে হেঁটে;
কখনো বা দাঁড়িয়ে, দুবাহু ছড়িয়ে,
চোখ বুজে অথৈ জলের অস্তিত্ব অনুভবে;
শীতল নোনা জলের ঝাপটায় পা ভিজে;
সাগর পাড়ের মনোমুগ্ধকর আবহাওয়া
উপভোগে, অনুভবে, আনন্দ শীর্ষে।
এমনি সময়ে আচমকা জোয়ারে,
শরীর হারাল আত্মা, মৃত্যুতে ডুবে!
বৃষ্টির সাথে বজ্রপাতে,
পাহাড়ের খাদে,
বনের হিংস্র জানোয়ারে,
কত শরীর হারায় আত্মা, মৃত্যুর ফাঁদে।
প্রকৃতি আর প্রেম,
যেমনি সুন্দর তেমনি ধবংসও করে!