কাক কা কা করুক
কুকুর ঘেউ ঘেউ করুক
তুমি তোমার লক্ষ্যে এগিয়ে যাও
কাক জানে না তুমি কত পরিশ্রম কর
কুকুর জানে না তুমি কত ত্যাগ স্বীকার কর
কাক কুকুর তো নিরীহ, হা হা হা
হয়ত না জেনেই যন্ত্রণা করে, না না না
জেনেই করে হয়ত
তুমি চেষ্টা করে যাও,
কান বন্ধ করে নাও,
কাক কুকুর তাড়িও না,
প্রমাণ করে দাও, লক্ষ্য ছুঁয়ে দাও
তাড়ালে আবার আসবে
প্রমাণ করে দাও, লক্ষ্য ছুঁয়ে দাও
আপনা থেকেই পালাবে