প্যান্টের পকেটে হাত রাখলে
প্রতিবার তোমার হাত দিয়ে
আমার হাত জড়িয়ে নেওয়া।
আমার সাধারণ অসাধারণ সব
কথায় তোমার গভীর মনযোগসহ
অপলক তাকিয়ে থাকা।
আমি আশেপাশে না থাকলে আমার
খোঁজে তোমার উতলা হওয়া।
আর আশেপাশে থাকলে আমাকে
তোমার সাথে সাথে রাখা।
সারাদিন একসাথে থেকে
কত শত কথা বলেও
কথা শেষ হয়নি মনে হওয়া।
দিনশেষে বিদায় নেওয়ার সময়টায়
দিনটা আরেকটু বড় না হওয়ার
আক্ষেপ তোমার চোখে ভেসে ওঠা।
সবকিছুই নাকি মিথ্যে ছিল!
তোমার চোখে মুখে শরীরের ভাষায় প্রতিবার
আমার জন্য যে ভালবাসা ফুটে উঠত,
সে সবকিছুই নাকি মিথ্যে ছিল!