তোমার উরুর সাথে আমার সন্ধি
সন্ধি তোমার ঐ তুলতুলে ঠোঁটের সাথেও;
তোমার নরম বুক,
থলথলে বীর‍্যের মত থকথকে পিচ্ছিল
তার সাথেও যেন অনেক দিনের সখ্যতা
ওটার নিচে যে হৃদয়টা
আজও বশে মানতে পারলাম না আমি


প্রতি রাতেই আমি স্বপ্ন দেখি
লেপ্টে থাকা চাদরের আবৃত কর নিজেকে
আর যখন ঘুম ভাঙে
উপরের সিলিং টা-
মসলিন কাপরের মত মনে হয়,
আর মনে হয়
শত শত পা, উরু, আঙ্গুল, নখ, ঠোট
ভেসে আসে,
কাতরায়
আমাকে যেন ডাকে।
মিশোরী তোমার ভগ থেকেই
বিষ্ণু আজ নামধারী সুপুরুষ
কলী কালে ব্যাপক নাম ধাম
তবুও একটি একটি করে
সকল সুপুরুষে দল
তোমাকে ভুলে গেছে
কি করে পারল ওরা এটা করতে?
তবে কি ওরা-
বুক ভরে তোমার ত্বকের ঘ্রান নিতেই এসেছিল?
তোমার চুলের সুগন্ধি গালে ঠোঁটে
মেখেই
অপ্রয়োজন ভেবে নিল তোমাকে?


ওরা কি এটা জানেননা
তোমার ত্বকের নিচে যে মাংস
আর প্রবাহিত হওয়া শিরা উপশিরার
রক্তকণিকা
আকরে ধরার শুধু একটা নামই খোঁজে
ওরা তোমার গরম নিঃশ্বাসে বুকই পুড়িয়েছে
অনুভব করতে পারেনি
কতটা কাম ক্রোধ আর ক্ষুধা আছে তাতে


ওরা আত্মপ্রেমী গাধা,
মহাকালের ভুল
আমি পাপী
কাপুরুষও বটে
তোমার ছুঁয়ে দিয়ে
রক্তে রঞ্জিত করেছি সুগন্ধি রুমাল


তবুও তোমার স্তনে হাত রেখে
বুনন করতে চাই স্বপ্ন জাল
অসংক্ষ মৈথুনের পর
"আহ!" শব্দটির মাঝে
খুঁজতে চাই শুধুই তোমায়