এখানে আকাশ ও মাটি নেই
সীমানা জুড়ে শুধু বিহ্বলতা,
ভয়, শঙ্কা, অনিশ্চয়তা আর বিষন্ন;
কৃষ্ণপক্ষের রাত নামে
বন্ধ্যা কাকের ডাক শুনে ঘুমিয়ে পড়ি
আর প্রখর দিনে
সমুদ্র হাতে নিয়ে বসে থাকি


এই যে চলে যাও
না কয়েই ফিরে আসো
মাঝে মাঝে তাই ভাবি,
ক্যানভাস হীন জলছবিটাই
বেশ ভালো ছিলো