ফ্লাডলাইটের আলো-
আকাশের আয়োজন  ভেবে ভুল করি;
ভুল নিয়মেই যাচ্ছে সব কিছু
প্রচন্ড ভুলে রোদ আসে রাতে-বেরাতে,
ভুল সময়ে দাঁড়কাক ঠায় ভেজে,
আঁধারের ভুলে নক্ষত্রের হয় ক্ষয়।
মিশোরী দুটো শরীর-
আজ কাছাকাছি হতে ভুলে গিয়ে
আনুপাতিক হারে ভুলের জন্মদেয়


আরো কয়েকটা পাতা ঝরে পরবে;
প্রকান্ড গাছটাই কোন একদিন
থাকবেনা হয়তো
সেদিন লাইট পোষ্ট পাখিদের
বিভৎস চিৎকার
নেই নেই নেই নেই!


তবুও-
বৃষ্টির পরেও বৃষ্টি
রাতের পরেও রাত,
বিষন্ন আরো বিস্তৃত হোক
দুঃখের ধারাপাত